শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

দিনটি কেবল সুবর্ণার

| প্রকাশিতঃ ২০ ফেব্রুয়ারী ২০১৯ | ৮:৪২ অপরাহ্ন

ঢাকা : ২০০৩ সালের ২০ ফেব্রুয়ারি প্রয়াত হন সুবর্ণা মুস্তফার বাবা প্রখ্যাত অভিনয় ও আবৃত্তিশিল্পী গোলাম মুস্তফা। বাবা হারানোর কষ্টটা সুবর্ণার আরও বেশি তাতিয়ে উঠে, ভীষণ মন খারাপ করে এই দিনটিতে। কিন্তু মনখারাপের আজকের দিনটিই সুবর্ণার জন্য হয়ে ওঠে ব্যতিক্রম, অনন্য সাধারণ।

১৬ বছর আগে যেদিনটিতে সুবর্ণা বাবাকে হারিয়েছেন আজ সেই দিনে তিনি শপথ নিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে। কাকতালীয়ভাবে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার একুশে পদকটিও আজ তিনি গ্রহণ করলেন প্রধানমন্ত্রীর হাত থেকে।

সঙ্গতকারণেই আজকের দিনটি কেবল সুবর্ণার। নিকট অতীতে একই সাথে একইদিনে এমন দুটি বড় অর্জন বাংলাদেশের আর কোনো মানুষের ভাগ্যে জুটেছে কিনা জানা নেই। সত্যিই এক যুগপৎ আশ্চর্য অর্জন সুবর্ণার। এখানেই সুবর্ণা মহাভাগ্যবতী!

সংরক্ষিত আসনের এমপি হিসেবে শপথ নিয়েই সাংবাদিকদের অনুভূতি ব্যক্ত করছিলেন সুবর্ণা মুস্তফা। বলছিলেন, আজকের দিনে বাবাকে হারিয়েছি। আজকের দিনে এমপি হিসেবে শপথ নিয়েছি। আবার আজকেই একুশে পদক গ্রহণ করবো প্রধানমন্ত্রীর হাত থেকে। সত্যিই আমি ভাগ্যবতী!

বুধবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী সকাল সাড়ে ১০টায় সংসদের শপথকক্ষে অভিনেত্রী সুবর্ণা মুস্তফাসহ ৪৯ জন সাংসদকে শপথ পড়ান।

প্রথমে আওয়ামী লীগ, পরে ওয়ার্কার্স পার্টি, জাতীয় পার্টি ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। সংসদ সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

শপথ নিয়ে নতুন সাংসদেরা সংসদের শপথ বইয়ে স্বাক্ষর করেন। এরপর তাঁরা ভিআইপি ক্যাফেটেরিয়ায় গিয়ে চা-চক্রে অংশ নেন।

একুশে/এটি