শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে এইচএসসিতে ৩২৯ জনের ফলাফল পরিবর্তন

| প্রকাশিতঃ ১৭ সেপ্টেম্বর ২০১৬ | ৭:০৩ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষিত ফল প্রকাশ করা হয়েছে। এতে ৩২৯ জনের ফলাফল পরিবর্তিত হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন ও ফেল করা ৮৬ জন উত্তীর্ণ হয়েছেন। শনিবার দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১৮ আগস্ট ফলাফল প্রকাশ করা হয়। এরপর মোবাইল এসএমএস’র মাধ্যমে গত ১৮ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত উত্তরপত্র পুনঃনিরীক্ষণে আবেদন করে শিক্ষার্থীরা। এবার ৫৫ হাজার ৮৭৯টি আবেদন পড়ে। প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে ১৪ হাজার ৯২৩ শিক্ষার্থী এসব আবেদন করে।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ফেল থেকে পাস করেছে ৮৬ জন। উত্তীর্ণদের মধ্য থেকে জিপিএ পরিবর্তন হয়েছে ১৭৪ জনের। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৯ জন। এছাড়া ৩০ জন শিক্ষার্থীর ফেলের বিষয় কমেছে।