
একুশে ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিষাক্ত মদপানে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুইশ জন।
শনিবার (২৩ জানুয়ারি) আসাম রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রয়টার্সকে বলেছেন, প্রতি দশ মিনিট পরপরই তারা নতুন নতুন জায়গা মৃত্যুর খবর পাচ্ছেন।
এনডিটিভির খবরে বলা হয়, গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের শতাধিক শ্রমিক গত বৃহস্পতিবার সাপ্তাহিক বেতন পাওয়ার পর স্থানীয়ভাবে তৈরি দেশি মদ ‘হোচ’ পানে অসুস্থ হয়ে পড়েন।
মৃতদের মধ্যে অন্তত নয়জন নারী শ্রমিক রয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
গোলাঘাট সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘ভেজাল দেশি মদ’ খাওয়ার কারণেই শ্রমিকদের মৃত্যু হয়েছে।
একুশে/ডেস্ক/এসসি