শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

আজ থেকে মাঠে গড়াচ্ছে বিপিএল

| প্রকাশিতঃ ১৯ সেপ্টেম্বর ২০১৬ | ২:২৭ পূর্বাহ্ন

BPL Logoআজ থেকে আবার মাঠে গড়াচ্ছে জেবি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ। গত ২০ আগস্ট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে এএফসি অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব, ভুটানের বিপক্ষে জাতীয় ফুটবল দলের ম্যাচ ও ঈদের ছুটির জন্য দীর্ঘ এ বিরতির পর সপ্তম রাউন্ড শুরু হচ্ছে কাল থেকে।

আজ বিকাল সাড়ে চারটায় দিনের প্রথম খেলায় মাঠে নামবে টিম বিজেএমসি আর দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে শেখ জামাল ও মুক্তিযোদ্ধা। এ খেলাটি মাঠে গড়াবে রাত সাড়ে সাতটায়। সপ্তম রাউন্ডের খেলা শেষ হবে ২১ সেপ্টেম্বর আর এর পরই লিগ পাড়ি জমাবে সিলেটে। ২৫ সেপ্টেম্বর থেকে সেখানে শুরু হবে অষ্টম রাউন্ড।

ইতোমধ্যে ষষ্ঠ রাউন্ড শেষে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে মুক্তিযোদ্ধা কারণ তাদের গোল পার্থক্য ৭। রহমতগেঞ্জরও পয়েন্ট ১২ তবে তাদের গোল পার্থক্য ৬। এমনকি শেখ জামাল ধানম-ি ও ঢাকা আবাহনীরও পয়েন্ট ১২ তবে তাদের গোল পার্থক্য ৫ ও ৪; এজন্য তারা রয়েছে তৃতীয় ও চতুর্থ স্থানে। ১১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম আবাহনী।