মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ২০ সেপ্টেম্বর ২০১৬ | ৬:০৯ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: নগরী থেকে ১০ থেকে ১২ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে পাহাড়তলী থানার কাট্টলী রাসমনি ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়ুয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিকাল ৫টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। ধারণা করছি, পানিতে ডুবে কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোরের পরনে জিন্স প্যান্ট ও কালো শার্ট ছিল।

নিহতের পরিচয় সণাক্তের চেষ্টা চলছে বলেও জানান ওসি রণজিৎ বড়ুয়া।