চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে বার্ন ইউনিট চালুর বিষয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ ছাড়া তিনি শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়ে নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন।
মঙ্গলবার দুপুরে নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে অনুষ্ঠিত সিটি করপোরেশনের ১৪তম সাধারণ সভায় এ নির্দেশ দেন মেয়র।
মেয়রের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, নগরের আলকরণ এলাকায় অবস্থিত চসিক জেনারেল হাসপাতালে বার্ন ইউনিট চালুর জন্য নির্দেশ দিয়েছেন মেয়র। সে অনুযায়ী ১০ শয্যার বার্ন ইউনিট চালুর ব্যাপারে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ছাড়া একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ ইউনিট চালুর জন্য আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে।