চট্টগ্রামে বিশেষ অভিযানে ৭৫ ব্যক্তিকে আটক করা হয়েছে। ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে এসব ব্যক্তিকে আটক করা হয়।
আজ বুধবার সকালে নগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ বিভাগ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়, অভিযানে সাত হাজার ৮২০ পিস ইয়াবা,৩টি মোবাইল, ২টি ল্যাপটপ, ১টি মোবাইল ও বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়।