শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রেকর্ড গড়ার পথে রিয়াল

| প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০১৬ | ৪:৫৮ অপরাহ্ন

realলা লিগায় আজ বাংলাদেশ সময় রাত ১২ টায় মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এদিন রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ভিয়ারিয়াল। আজ জিতলেই টানা সর্বোচ্চ ১৭ ম্যাচ জয়ের রেকর্ড গড়বে জিনেদিন জিদানের ছাত্ররা। ম্যাচটি সরাসরি দেখাবে সনি সিক্স।

এই ম্যাচে রিয়াল সমর্থকদের জন্য রয়েছে সুসংবাদ। ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন দলের দুই সারথি ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল। আজকের ম্যাচে মাঠ নামতে পারেন এই মানিকজোড়।

এর আগে গেল ম্যাচে এসপানিয়লের বিপক্ষে খেলতে পারেননি রোনালদো-বেল। তাদের ছাড়াই এসপানিয়লকে ২-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। অনুমান করাই যাচ্ছে আজকের ম্যাচে তারকাখচিত দল নিয়েই মাঠে নামবে রিয়াল। সেক্ষেত্রে রিয়ালকে ছেড়ে কথা বলবেন না ভিয়া রিয়ালও। তাদের দলে রয়েছে একাধিক তারকা খেলোয়াড়। আক্রমণভাগও বেশ শক্তিশালী।

পরিসংখ্যান এগিয়ে রাখছে রিয়ালকে। ভিয়া রিয়ালের সঙ্গে গেল পাঁচ বারের দেখায় তিন ম্যাচে জিতেছে রিয়াল। বিপরীতে একটি ম্যাচে জয় পেল ভিয়া রিয়াল। তাছাড়া সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটিই জিতেছে জিদান বাহিনী। আর ভিয়া রিয়ালের জয় তিনটি।