মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রাম কারাগারের এক বন্দির মৃত্যু

| প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০১৬ | ৬:২৫ অপরাহ্ন

ctg jailচট্টগ্রাম: চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল মোস্তফা তোতা (৬০) নামে এক বন্দির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৬ টার দিকে অসুস্থতাবোধ করলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল ইসলাম বলেন, ৩ মাস আগে নাশকতার একটি মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আসেন নুরুল মোস্তফা। তার বাড়ি সীতাকুন্ডের জঙ্গল ছলিমপুর ছিন্নমুল এলাকায়। বুধবার সকালে হার্টে অসুস্থতাবোধ করায় তাকে চমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।