মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

তিন হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

| প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০১৬ | ৫:০৪ অপরাহ্ন

Yabaচট্টগ্রাম: চট্টগ্রাম নগরী থেকে তিন হাজার পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পাঁচলাইশ থানাধীন চশমাহিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুজন হলেন- মোঃ রাসেল (৩০) ও মোঃ শওকত উল ইসলাম (৩২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেছেন অধিদফতরের কোতোয়ালী সার্কেলের পরিদর্শক ইব্রাহিম খান।