মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

হলি আর্টিজানে নিহত জঙ্গিদের লাশ দাফন

| প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০১৬ | ৫:৩৫ অপরাহ্ন

hollyগুলশানের হলি আর্টিজানে নিহত পাঁচ জঙ্গি ও এক সন্দেহভাজন জঙ্গির লাশ বৃহস্পতিবার বিকেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।

এই ছয়জনের লাশ দাফনের বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমকে কিছুই জানানো হয়নি।

আঞ্জুমান মফিদুল ইসলামের এক কর্মকর্তা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালের মরচুয়ারি থেকে লাশ গ্রহণ করে বিকেলেই জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে।