মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

এসএ পরিবহন থেকে ইয়াবা উদ্ধার: মূল আসামির জামিন

| প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০১৬ | ৬:০৬ অপরাহ্ন

courtচট্টগ্রাম: এসএ পরিবহনের মাধ্যমে এক লাখ পিস ইয়াবা পাচারের ঘটনায় দায়েরকৃত মামলার মূল আসামি ছৈয়দ আমিন ওরফে শহিদুল আমিন ওরফে আমিনকে জামিন দিয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার উচ্চ আদালতের আদেশের জামিননামাটি গ্রহণ করেন চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেহ মোঃ নোমান।

আসামিপক্ষের আইনজীবি এডভোকেট বাবুল কুমার রায় বলেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন ছৈয়দ আমিন। এ সংক্রান্ত কাগজপত্র আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহেদুল আলম বলেন, ছৈয়দ আমিনের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি মুক্তি পাননি। যাচাই-বাছাই শেষে সব কাগজপত্র যথাযথ পাওয়া গেলে তাকে শুক্রবার মুক্তি দেওয়া হতে পারে।

প্রসঙ্গত ২০১৫ সালের ২৮ নভেম্বর কাঠের আলমারির ভেতরে এক লাখ পিস ইয়াবা রেখে নগরের ডবলমুরিং থানাধীন এসএ পরিবহন শাখার মাধ্যমে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে পাচার কালে চালানটি ধরা পড়ে র‌্যাবের হাতে। এসময় ছৈয়স আমিন নামের এক ইয়াবা বিক্রেতাকে আটক করে র‌্যাব। পরে এ ঘটনায় ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্তে গাফিলতি থাকায় পুনঃতদন্তের জন্য নগর গোয়েন্দা পুলিশকে নির্দেশ দেয় আদালত। পরে মামলার তদন্তভার পিবিআইকে দেওয়া হয়।