মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ইউএস ডলার ও ভারতীয় রুপিসহ গ্রেফতার ৩

| প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর ২০১৬ | ১:২০ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইউএস ডলার, ভারতীয় রুপি, বাংলাদেশী টাকা ও পাসপোর্ট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাদেরকে কোতোয়ালী থানার কদম মোবারক বিল্ডিং এর ২য় তলার সিভার ট্যুর এন্ড ট্যাভেলসের অফিস থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ভানরাম বম (৪২), হিল্লোল বড়–য়া (৩২) ও রুপেশ বৈদ্য (৪৮)।

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন বলেন, অভিযানে গ্রেফতার আসামিদের কাছ থেকে ১৪ হাজার ইউএস ডলার, ৫০ হাজার ভারতীয় রুপি ও বাংলাদেশী ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে ৫৮টি বাংলাদেশী পাসপোর্টও উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন বৈদেশীক মুদ্রা মজুদ করে তা পাচার করে আসছিল। তারা অবৈধভাবে বিভিন্ন লোকের পাসপোর্ট বেআইনী কাজে ব্যবহারের জন্য নিজেদের হেফাজতে রেখেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা রুজু করা হয়েছে।