চট্টগ্রাম: নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে দুই কেজি আফিসসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৭। বুধবার রাতে বহদ্দার হাট শাহ আমানত সেতু সংযোগ সড়ক সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার সদরের নাপিতখালী এলাকার মৃত আব্দুস ছবিরের ছেলে মোঃ আলম (৬৫) ও নোয়াখালীর চর জব্বর থানার সুবর্নচর এলাকার আবুল হাসেমের ছেলে মোঃ দিদার হোসেন (৩৬)।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ বলেন, মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই কেজি আফিম পাওয়া গেছে। উদ্ধারকৃত আফিমের আনুমানিক মূল্য এক কোটি টাকা। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা হয়েছে।