শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভোট বর্জনকারী বিচ্ছিন্নতাবাদীরা এ ঘটনা ঘটিয়েছে : ইসি কবিতা খানম

| প্রকাশিতঃ ১৮ মার্চ ২০১৯ | ৯:১৪ অপরাহ্ন


ঢাকা: রাঙামাটির বাঘাইছড়ির সাজেক এলাকায় দুর্বৃত্তের হামলায় ভোটের দায়িত্বে থাকা ৬ জন নিহত হওয়ার ঘটনায় বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) কবিতা খানম।

তিনি সাংবাদিকদের বলেছেন, ভোট বর্জনকারী বিচ্ছিন্নতাবাদীরা এ ঘটনা ঘটিয়েছে। তারা অত্যন্ত অন্যায় একটি ঘটনা ঘটিয়েছে।

ঘটনায় জড়িতদেরকে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত চিহ্নিত ও গ্রেফতার করবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

এর আগে রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের কংলাক এলাকায় ভোটগ্রহণ ও গণনা শেষে গাড়িতে করে ফিরছিলেন প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসারসহ ভোট গ্রহণ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাঘাইছড়ির ৯ কিলো নামক এলাকায় পৌঁছালে সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে অজ্ঞাত বন্দুকধারীরা গাড়ি লক্ষ্য করে গুলি চালান। এতে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মনজুর বলেন, ভোটগ্রহণ ও গণনা শেষে গাড়িতে ফেরার পথে বাঘাইছড়ির ৯ কিলো নামক স্থানে দুর্বৃত্তের গুলিতে ৬ জনের মৃত্যু হয়েছে।