চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বহদ্দারহাট-কালুরঘাট সড়ক অবরোধ করে রাখা হয়।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক মোহম্মদ ইয়াছিন বলেন, বাহির সিগন্যাল মা চন্ডি মন্দিরের পাশের কিছু জমিকে নিজেদের দাবি করে কাটা তার দিয়ে ঘেরাও দেয় অগ্রণী সমবায় সমিতি নামের মুক্তিযোদ্ধাদের একটি সংগঠন। এরপর মন্দিরের জায়গা দখল হচ্ছে অভিযোগ তুলে সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে মন্দিরের ভক্তরা।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে অগ্রনী সমবায় সমিতির কাটা তারের বেড়া সরিয়ে দেয়। এছাড়া বিরোধ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জায়গায় স্থিতাবস্থা বজায় রাখার জন্য দুপক্ষকেই অনুরোধ করে। এরপর ব্যারিকেড সরিয়ে নেওয়া হলে যান চলাচল শুরু হয়।