শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ইরাকের সব তেল দখল করা হবে: ট্রাম্প

| প্রকাশিতঃ ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ১:০১ পূর্বাহ্ন

trumpক্ষমতায় গেলে ইরাক ও আইএস অধিকৃত এলাকা তেলসম্পদ দখল করে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জাতীয় নিরাপত্তা কৌশল নিয়ে আলোচনা করতে গিয়ে সম্প্রতি এ ঘোষণা দিয়েছেন তিনি।

ট্রাম্পের মতে, এটা কেড়ে নেয়া না, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন ব্যয়ের পরিবর্তে অর্জন এটি। ট্রাম্পের দাবি, ইরাক যুদ্ধের বিনিময়ে প্রাপ্তি হবে তেলসম্পদ।

ট্রাম্প বলেন, আমরা সেখানে গেলাম, খরচ করলাম তিন ট্রিলিয়ন ডলার। হারালাম হাজার হাজার জীবন। এরপর… কী ঘটবে আমরা কিছু না পেলে? আপনারা জানেন, জয়ী হওয়া মানে প্রতিপক্ষকে সর্বস্বান্ত করে দেয়া।

ট্রাম্প আরও বলেন, আইএসের কাছ থেকে তেল কেড়ে নিলে সুবিধাটা হচ্ছে, এরা আর নিজেদের চালাতে পারবে না। আর আমি এভাবে ইরাকের তেলও ফেলে রাখতে পারি না। কারণ, এটা দখল না করলে তা ইরানের কাছে যাবে।