মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রাম মহানগর ছাত্রদল নেতা মোশাররফ গ্রেফতার

| প্রকাশিতঃ ২৪ সেপ্টেম্বর ২০১৬ | ৩:৩৯ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: নাশকতার মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোশাররফ হোসেন চান্দগাঁও থানা ছাত্রদলের সভাপতির দায়িত্বেও রয়েছেন।

চান্দগাঁও থানার ওসি আবু মোঃ শাহজাহান কবির বলেন, ২০১৫ সালে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামি মোশাররফ হোসেন। ওই মামলায় মোশাররফের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আদালত। গত বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ চান্দগাঁও থানায় আসার পর তাকে গ্রেফতার করা হয়।