চট্টগ্রাম: নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে ৬ হাজার ৮০০ পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে সিটি গেইট এলাকা থেকে তাকে গ্রেফতারের পর শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ।
গ্রেফতার মোঃ বাচ্ছু মিয়া(২৬) চট্টগ্রামের ভ’জপুর থানার আবদুল হামিদের ছেলে।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) আনোয়ার হোসেন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেইট সংলগ্ন আলমাস সিএনজি ফিলিং ষ্টেশনের সামনে থেকে বাচ্ছুকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৬ হাজার ৮০০ ইয়াবা পাওয়া যায়। এই মাদক বিক্রেতার বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা করা হয়েছে।