মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ

| প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৬ | ৩:৫৭ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রাম সরকারি কলেজের ইংরেজি বিভাগে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছে। সেমিনার কক্ষে বসাকে কেন্দ্র করে রোববার বেলা ১২টার দিকে ইংরেজি বিভাগের সেমিনার কক্ষে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবদুল্লাহ আল সায়মন(১৯), কায়সার উদ্দিন(২১), দুর্জয় (২২), মনির উদ্দিন (১৮) ও মো. হাসান। অন্য একজনের নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মোঃ হামিদ বলেন, চট্টগ্রাম সরকারি কলেজের চারজন ছাত্র হাসপাতালে ভর্তি হয়েছে।

চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার বলেন, সেমিনারে বসাকে কেন্দ্র করে দুই দল ছাত্রের সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত সে বিষয়ে বিস্তারিত জানি না।

চকবাজার থানার ওসি নুরুল হুদা বলেন, সেমিনার কক্ষে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়েছে। এতে চারজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।