মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে বৃদ্ধের লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ২৫ সেপ্টেম্বর ২০১৬ | ৪:৫৫ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: চট্টগ্রামে এজাহার মিয়া নামে এক বৃদ্ধর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার সকালে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ শিকদার পাড়ার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত এজাহার মিয়া একই এলাকার মৃত নুর আহমদের ছেলে।

বোয়ালখালী থানার ওসি সালাউদ্দীন চৌধুরী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘরের পাশে সিলিং থেকে এজাহারের লাশ উদ্ধার করা হয়। তার মৃত্যুর কারণ জানা যায়নি। লাশ উদ্ধারের পর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর কারণ জানা যাবে।