আফগানিস্তানের বিপক্ষে গতকাল ব্যাট হাতে মোটামুটি একটা স্কোর দাঁড় করানোর পর বল হাতে শুরুতে মোটেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। দলীয় ৪৬ রানে দুই উইকেট হারানোর পর তৃতীয় উইকেট জুটিতে ১৪৪ রানের পার্টনারশীপ গড়েন রহমত শাহ ও হাশমতুল্লাহ শহীদি।
এই জুটিই বাংলাদেশের জয়ের পেছনে বড় বাঁধা হয়ে উঠছিলো। ৪০.২ ওভারে এই জুটি ভাঙেন সাকিব আল হাসান। এরপর থেকেই আফগানিস্তানের ব্যাটিং লাইনে ভাঙন শুরু হয়। একের পর এক উইকেট নিয়ে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
এদিন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেন, যে পরিস্থিতি তৈরি হয়েছিলো তাতে ওদের জেতাটা উচিৎ ছিল। কিন্তু অভিজ্ঞতার ঘাটতির কারণে ওরা পারেনি। আমাদের অভিজ্ঞতা কাজে লেগেছে। আমাদের দলে কিছু খেলোয়াড় রয়েছে যাদের অনেক বেশি ওয়ানডে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। কিভাবে জিততে হয় তা আমাদের জানা আছে।
তিনি আরও বলেন, আমরা অনেকদিন পর ওয়ানডে ম্যাচ খেলেছি। তাছাড়া প্রথম ম্যাচ সবসময়ই একটু কঠিন। আশা করি, দ্বিতীয় ম্যাচ থেকে সবকিছু আমরা ভালোভাবে করতে পারব।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম ম্যাচে গতকাল সাত রানের জয় পায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।