
ঢাকা : নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে ছেলে সাফওয়ানের (৫) পর মা ফাতেমা আক্তারও (৩৫) চলে গেলেন। সোমবার (৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফাতেমা। এর আগে রোববার রাতে শিশু সাফওয়ানের মৃত্যু হয়।
এখনো বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছে ফাতেমার বড় ছেলে সাইফ আলী রাফি (১১) এবং মেয়ে ফারিয়া ফারজানা (৯)। তাদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক সাইফুর রহমান। রাফির শরীরের ৯৮ শতাংশ ও ফারিয়ার ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানান তিনি।
গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার গিরিধারা আবাসিক এলাকার একটি ষষ্ঠ তলা ভবনের তৃতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন একই পরিবারের মা ও তিন সন্তান।পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়।
একুশে/আরসি/এটি