
চট্টগ্রাম : বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল উল্লেখ করে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ায় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য নিয়াজ মোরশেদ এলিটের সমালোচনা চলছে; সমালোচনার মুখে স্ট্যাটাসটি সরিয়ে দুঃখ প্রকাশ করেছেন তিনি।
এর আগে ঐতিহাসিক মুজিবনগর দিবস নিয়ে গত ১৭ এপ্রিল ২টা ৪২ মিনিটে নিজের ফেইসবুক পেইজ থেকে একটি স্ট্যাটাস দেন এলিট। এতে লেখা হয়, ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি করা হয়েছিল বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে! অথচ প্রকৃত সত্য হচ্ছে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করা হয়েছিল সৈয়দ নজরুল ইসলামকে।
এ বিষয়ে জানতে চাইলে নিয়াজ মোরশেদ এলিট একুশে পত্রিকাকে জানান, তার ফেইসবুক পেইজটি চালান ‘এডমিন’। ভুলটা ওই এডমিনই করেছেন বলে জানান তিনি।
এলিট বলেন, কপি-পেস্ট করে লিখেছে হয়তো এডমিন। বিষয়টি আমি জানার পর তাকে সংশোধন করে দিতে বলি। এই ভুলের জন্য আমি দুঃখিত।
এদিকে সমালোচনার মুখে সেই স্ট্যাটাসটি সরিয়ে নেয়া হয়। শুক্রবার সকাল থেকে এটি আর দেখা যাচ্ছে না।
এ বিষয়ে নিয়াজ মোরশেদ এলিট বলেন, স্ট্যাটাসটি এডিট করা হচ্ছে। এরপর আপ করে দেবে। আমি এডমিনকে বলেছি।