শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দল ঘোষণা

| প্রকাশিতঃ ২ অক্টোবর ২০১৬ | ৮:০১ অপরাহ্ন

Bangladesh Cricket Board BCBইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতিমূলক ম্যাচের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একাদশ ঘোষণা করা হয়েছে। দলে আছেন সদ্য শেষ হওয়া আফগানিস্তানের বিপক্ষে সিরিজে জাতীয় দলে থাকা তিনজন খেলোয়াড়।

এরা হলেন- ইমরুল কায়েস, নাসির হোসেন ও সৌম্য সরকার। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবগুলো ম্যাচই খেলেছেন সৌম্য। রান করেছেন ৩১। আর এক ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৩৭ রান করেন ইমরুল। তবে কোন ম্যাচ খেলার সুযোগ পাননি নাসির। আগামী ৪ অক্টোবর ফতুল্লায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচ। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৭, ৯ ও ১২ অক্টোবর। প্রথম দু’টি ম্যাচ ঢাকায় হলেও, তৃতীয় ওয়ানডেটি হবে চট্টগ্রামে।

বিসিবি একাদশের স্কোয়াড : ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, নাসির হোসেন, শুভাগত হোম চৌধুরি, মোহাম্মদ আল আমিন, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আলাউদ্দিন বাবু, আল-আমিন হোসেন, ইবাদত হোসেন ও মোহাম্মদ মানিক। বাসস।