রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

জেলার সোহেল রানার জামিন খারিজ

| প্রকাশিতঃ ২৯ এপ্রিল ২০১৯ | ৭:১৪ অপরাহ্ন

ঢাকা : চট্টগ্রাম কারাগারের বরখাস্ত তত্ত্বাবধায়ক সোহেল রানা বিশ্বাসের জামিন প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

সোমবার (২৯ এপ্রিল) জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর ফলে আসামি রানাকে কারাগারেই থাকতে হচ্ছে বলে জানিয়েছেন আইনজীবীরা। বর্তমানে তাকে কিশোরগঞ্জ কারাগারে রাখা হয়েছে।

আদালতে রানার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আদনান রফিক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।

পরে ডেপুটি অ্যাটর্নি জেনরেল আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের বলেন, গত ৯ জানুয়ারি আদালত সোহেল রানার জামিন প্রশ্নে চার সপ্তাহের রুল জারি করেছিল।

তার আইনজীবী শুনানি শেষে মামলাটি আর চালাবেন না বলে আদালতকে জানান। এরপর আদালত রুল খারিজ করে দেয়।

গত বছরের ২৭ অক্টোবর ভৈরব রেলওয়ে স্টেশনে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেসের একটি বগি থেকে সোহেল রানাকে একটি ব্যাগসহ আটক করে রেল পুলিশ।

একুশে/এসসি