বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চবিতে ছাত্রলীগ নেতাকে মারধর, আটক দুই

| প্রকাশিতঃ ৭ মে ২০১৬ | ৭:১৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারধরের শিকার হয়েছেন  হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জনি।এ ঘটনার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বগি ভিত্তিক সংগঠন ‘সিক্সটি নাইন’ গ্রুপের দুই কর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।মারধরের শিকার হওয়া হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জনি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ খালেদের অনুসারী।

অাটকৃতরা হলেন, রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মিজানুর রহমান ও চারুকলা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী নাজমুল হক।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, কথা কাটাকাটির জের ধরে ‘সিক্সটি নাইন’ গ্রুপের মিজানুর রহমান ও নাজমুল হকসহ ৫-৬ জন কর্মী নুরুল ইসলাম জনিকে ক্যাম্পাসের গোল চত্বর এলাকায় মারধর করে। খবর পেয়ে জনির অনুসারীরা বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্ট গেইট বন্ধ করার চেষ্টা চালায়। তবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি অালমগীর টিপু বলেন, ‘কেউ অন্যায় করলে শাস্তি পেতেই হবে। এতে বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসনকে ছাত্রলীগ সহযোগিতা করবে।’

সহকারী প্রক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে হাটহাজারী উপজেলা ছাত্রলীগের এক নেতার মধ্যে কথা কাটাকাটি হয়। পরে পরিস্থিতি শান্ত হলে মূল ফটক খুলে দিই।

হাটহাজারী থানার ওসি ইসমাইল হোসেন বলেন, ‘ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে ।’