রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বাজেট : পোশাক খাতে আরো ২ হাজার ৮২৫ কোটি টাকার প্রস্তাব

| প্রকাশিতঃ ১৩ জুন ২০১৯ | ৪:২২ অপরাহ্ন

ঢাকা : জাতীয় সংসদের অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতের রপ্তানিতে প্রণোদনা দিতে আগামী অর্থবছরের বাজেটে আরো দুই হাজার ৮২৫ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (১৩ জুন) স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

তিনি বলেন, এখন তৈরি পোশাকের চারটি খাত ৪ শতাংশ রপ্তানি প্রণোদনা পাচ্ছে। আমি আগামী অর্থবছর থেকে তৈরি পোশাকের বাকি সব খাতের জন্য এক শতাংশ রপ্তানি প্রণোদনা প্রস্তাব করছি।

একুশে/এসসি