শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে শটগানের গুলিসহ যুবক গ্রেফতার

| প্রকাশিতঃ ১১ অক্টোবর ২০১৬ | ৪:৫৬ অপরাহ্ন

চট্টগ্রাম: নগরীর সদরঘাট থানা এলাকা থেকে শটগানের দুটি কার্তুজসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে নগরীর পশ্চিম মাদারবাড়ির ডিটি রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সুলেন চাকমা (২৯) রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার আনন্দ কারবারি পাড়ার নমিচন্দ্র চাকমার ছেলে।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিটি রোডে চেকপোস্ট বসানো হয়। এসময় পুলিশ দেখে সিএনজি অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন সুনেন। তাকে ধাওয়া করে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে দুটি কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।