শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

শেষ হাসি কে হাসবে?

| প্রকাশিতঃ ১২ অক্টোবর ২০১৬ | ১:০৩ পূর্বাহ্ন

mashrafeeচট্টগ্রাম: সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড এবং পরেরটিতে হেসেছে বাংলাদেশ। আজকের ম্যাচটি তাই রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। স্বাভাবিকভাবেই ম্যাচের রোমাঞ্চ তুঙ্গে উঠে গেছে। কে জিতবে সিরিজ নির্ধারণী ম্যাচে টাইগাররা নাকি ইংলিশরা? তার চেয়েও বড় প্রশ্ন- ম্যাচটা হবে তো?

এ প্রশ্নের উত্তর জানে চট্টগ্রামের আকাশ। কাল প্রায় সারা দিনই কেঁদেছে চট্টগ্রামের আকাশ। দিনভর গুঁড়ি গুঁড়ির পরিণতি হিসেবে আজ মাঝারি বা ভারি বর্ষণের ইঙ্গিত দিচ্ছে। চট্টগ্রামের আবহাওয়া অধিদফতরও তেমন কিছুর আভাস দিয়েছে। ম্যাচটার ভাগ্যে কী আছে কার্যত সেটা বলা মুশকিলই।

প্রকৃতির বিরূপ আচরণের কারণে কাল ঠিকঠাক অনুশীলন করতে পারেনি বাংলাদেশ-ইংল্যান্ড দুদলের কেউ। রোদ-বৃষ্টির লুকোচুরির ফাঁকে অবশ্য ইংলিশরা গা করমের কিছুটা সুযোগ পেয়েছে। কিন্তু মাশরাফিরা দৌড়ঝাঁপ দিয়েছেন ছাতা নিয়ে। অনুশীলন করেছেন ছোট্ট পরিসরে ইনডোরে।

কাল ২৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। যেটা আজকের ম্যাচের জন্য অশনিসংকেত। তবে ম্যাচের গুরুত্বটা কয়েকগুণ বেড়ে আছে দ্বিতীয় ম্যাচের বিতর্কের কারণে। মাশরাফিদের বেপরোয়া উদযাপন, বাটলার-স্টোক্সের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার মতো অখেলোয়াড়ি আচরণ সিরিজটায় কলঙ্কের দাগ এঁকে দিয়েছে। শেষটায় তাই সুন্দর কিছু প্রত্যাশা ক্রিকেটপ্রেমীদের।

যেখানে বিতর্ককে পেছনে ফেলে জিততে চায় দুই দলই। শেষলগ্নে হতে চায় রঙিন। শেষের এ উদযাপনে দুদলের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। তাই ময়দানি লড়াইয়ের আগে বাংলাদেশ ও ইংল্যান্ডকে আগে হারাতে হবে ক্রিকেটের আজন্ম শত্রুকে। বিষয়টি কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে উভয় শিবিরে। এতটাই যে, প্রয়োজনে রণকৌশলে অবধি পরিবর্তন আনতে হবে।

কাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও স্বাভাবিকভাবে ইস্যুটা সামনে চলে আসল। বিষয়টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাও, ‘বৃষ্টি তো অবশ্যই চিন্তার বিষয়। কাল (আজ) আবহাওয়া কেমন থাকবে বা কী হবে, সেটা ভাবতে হবে। এখনই বোঝা বা সিদ্ধান্ত নেওয়া কঠিন। মাঠের পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে।’

moin-engবৃষ্টি হলে উইকেটের আচরণ স্বাভাবিক নাও হতে পারে। তাই টস একটা বিরাট ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে। আরো অনেক হিসাব-নিকাশের ব্যাপার থাকবে। তাই স্বাগতিক হিসেবে উইকেট সুবিধা পাওয়াটা সহজ হবে না মাশরাফিদের জন্য। মাশরাফিও সংশয়ে আছেন, ‘দুই দিন ধরে তো পিচ ঢাকা। উইকেট দেখার সুযোগ নেই। উইকেট কেমন করবে সেটা বলতে পারছি না।’

উইকেটের চরিত্র বোঝা যেমন মুশকিল হয়ে উঠতে পাওে, তেমনি উৎকণ্ঠা থাকতে পারে সিরিজের চূড়ান্ত পরিণতি নিয়ে। ঢাকার বিতর্কের উত্তাপ যে সঙ্গে নিয়ে চট্টগ্রামে এসেছে। টাইগারদের সমতাসূচক ও দ্বিতীয় ম্যাচে ৩৪ রানের জয়টা অনেকটাই আড়াল হয়ে গেছে দুই দলের খেলোয়াড়দের বাকবিতন্ডায়। জবাবটা আজ মাঠেই দিতে মরিয়া মাশরাফি-বাটলাররা।

তৃতীয় ম্যাচের জন্য দলে একটি মাত্র পরিবর্তন এনেছে বাংলাদেশ। মোশাররফ রুবেলের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে তাইজুল ইসলামকে। আজকের ম্যাচে বোলিংয়ের স্পিনের জোর দেওয়ার পরিকল্পনার একটা ইঙ্গিতও অবশ্য পাওয়া গেছে। সেক্ষেত্রে বল হাতে ইংলিশদের বিপক্ষে তাইজুলকে দেখা যেতে পারে। তবে সবকিছু স্বাভাবিক থাকলে আগের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমে পড়তে পারেন টাইগাররা।