শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বায়েজিদে পাহাড়ধস, আহত ২

| প্রকাশিতঃ ১৩ জুলাই ২০১৯ | ১:২৪ অপরাহ্ন

ফাইল ছবি

চট্টগ্রাম : মৌসুমী বায়ুর ফলে সৃষ্ট টানা বৃষ্টির মধ্যে নগরের বায়েজিদ থানা এলাকায় আরেফিন নগরের একটি পাহাড়ে ধসের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৩ জুলাই) সকাল ১১টার দিকে ব্যক্তি মালিকানাধীন এ পাহাড়ের একাংশ ধসে পড়ে।

বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) প্রিটন সরকার বলেন, পাহাড়ধসে দু’জন মাটিচাপা পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে। তারা সামান্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

একুশে/এএইচ/এটি