শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবিতে ছাত্রলীগের ৬ নেতা-কর্মী বহিষ্কার

| প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০১৬ | ১১:০৫ অপরাহ্ন

CUCUচবি: শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের ছয় নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী নিজস্ব ক্ষমতাবলে এ ছয় শিক্ষার্থীকে বহিষ্কারের নির্দেশ দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হলের সামনে ছাত্রলীগ নেতা মিজানুর রহমান বিপুলকে মারধরের ঘটনায় ছাত্রলীগ কর্মী নিয়াজ আবেদীন পাঠান ও লোকমান হোসেনকে ছয় মাসের জন্য, চলতি মাসের ৪ তারিখ বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল সংলগ্ন ঢাকা হোটেলের সামনে ছাত্রলীগ নেতা মাহাবুব শাহারিয়ার শাহীনকে কুপিয়ে জখম করার ঘটনায় ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল কায়সার, আনোয়ার হোসেন ও আহমেদ আলীকে দুই বছরের জন্য এবং ৭ অক্টোবর নগরীর বাদশা মিয়া রোডে অবস্থিত চারুকলা ইনষ্টিটিউটের শিক্ষার্থী রনি চন্দ্র সরকারকে পিটিয়ে আহত করার ঘটনায় দ্বীপ্য বণিক নামে এক ছাত্রলীগ কর্মীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। চলতি মাসের ১৭ তারিখ থেকে এ শাস্তি কার্যকর হবে।