শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি

প্রকাশিতঃ ২৮ জুলাই ২০১৯ | ৭:২৭ অপরাহ্ন

নড়াইল প্রতিনিধি : গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ‘গরুর গাড়ি’ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। গরুর গাড়িকে এক সময় যাত্রিবান্ধব বন্ধু হিসেবে অনেকেই অখ্যায়িত করত। এক সময় গ্রাম বাংলার মানুষ গরুর গাড়ি নিয়ে ছুটে চলতেন গ্রামের পর গ্রাম। সময়ের আবর্তে এক সময় গরুর গাড়ি দেখতে যেতে হবে জাদুঘরে। নতুন প্রজন্ম হয়তো জানবে না গরুর গাড়ির ইতিহাস।

একসময় গ্রাম বাংলায় বিযের অনুষ্টানসহ অন্যান্য যাবতীয় মালামাল বহনে গরুর গাড়ি ব্যবহার করা হতো। এটি মেরামতের জন্য হাট বাজারে দোকান দিয়ে বসত। এছাড়া গ্রামে গ্রামে গিয়েও মেরামতের কাজ করত মিস্ত্রিরা। বর্তমানে আধুনিকায়নের ফলে দেখা মেলেনা সেই মিস্ত্রিদের। আর গরুর গাড়ি তো নেই।

পৌর কমিশনার মাহাবুব আলম বলেন, একসময় গ্রাম বাংলায় গরুর গাড়ির কদর ছিলো অনেক বেশি। বর্তমানে উন্নত যানবাহন বের হওয়ার কারণে গরুর গাড়ির চাহিদা তেমন নেই বললে চলে। কালে আবর্তে এই গাড়িগুলো বিলীন হয়ে গেছে।

একুশে/এসসি