শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ নির্ণয়ের ডিভাইস নেই

| প্রকাশিতঃ ৩১ জুলাই ২০১৯ | ৩:৩৯ অপরাহ্ন

 

টেকনাফ প্রতিনিধি : ৫০ শয্যা বিশিষ্ট টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগ নির্ণয়ে কোনাে ডিভাইস নেই। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। একই সাথে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার গুলোতেও এই রোগ নির্লয়ে কোনো ডিভাইস নেই।

ডেঙ্গু শনাক্তের ৩টি পরীক্ষার মধ্যে হাসপাতালে সিবিসি পরীক্ষার ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন বড়ুয়া। দুটি পরীক্ষা এনএসওয়ান ও আইজিএম প্লাস আইজিই পরীক্ষার ডিভাইস নেই বলে জানান তিনি।

সুমন বড়ুয়া বলেন, টেকনাফে ডেঙ্গু রোগের লক্ষণ নিয়ে কোনো রোগী এখনো হাসপাতালে চিকিৎসা নিতে আসেননি। ডেঙ্গু সচেতনতায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পোষ্টার-লিফলেট বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, ডেঙ্গু রোগ ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে গত ২৮ জুলাই স্বাস্থ্য বিভাগ ডেঙ্গু রোগ নির্ণয়ের ৩টি পরীক্ষার জন্য দেশব্যাপী বেসরকারী হাসপাতাল-ক্লিনিক গুলোতে ৫শ’ টাকা মূল্য নির্ধারণ করে দিয়েছেন। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সারাদেশে ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একুশে/এসসি