শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চমেক ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

| প্রকাশিতঃ ২২ অক্টোবর ২০১৬ | ৭:৫২ অপরাহ্ন

চট্টগ্রাম: বাংলাদেশ ছাত্রলীগ চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন তারিফুল ইসলাম তারিন এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নাহিদ হাসান।

নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাসির উদ্দীন নতুন এ কমিটির অনুমোদন দেন।

সদ্য ঘোষিত এ নতুন কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মনোনীত করা হয়েছে রিয়াজ উদ্দিন মিতুলকে।

চমেক ছাত্রলীগের দপ্তর সম্পাদক কে এম রাশেদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৮১ সদস্য বিশিষ্ট চমেক ছাত্রলীগের কমিটিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন ১৮ জন, ৪ জনকে করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক। বাকীরা থাকছেন বিভিন্ন সম্পাদকীয় পোস্টে।