শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে চবি ছাত্রলীগের মিছিল

| প্রকাশিতঃ ২৩ অক্টোবর ২০১৬ | ৬:৪৩ অপরাহ্ন

mmmচট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে মিছিল করেছে শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। রবিবার বেলা ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বর থেকে এ মিছিল শুরু হয় এবং ক্যাম্পাসের ১নং সড়ক প্রদক্ষিণ করে আবার রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মনসুর আলমের নেতৃত্ব মিছিলটিতে ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় তারা ‘এসো নবীন দলে দলে, ছাত্রলীগের পতাকাতলে, চবির মাটি, ছাত্রলীগের ঘাঁটি, চবি ছাত্রলীগ, নেতা মোদের শেখ মুজিব, শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রলীগের মূলনীতি,’ সহ বিভিন্ন স্লোগানে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানান।

মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চবি শাখা ছাত্রলীগের সহ- সভাপতি আব্দুল হান্নান সাব্বির, আনোয়ারুল আলম চৌধুরী রকি, সাজেদুল কবির সাজিদ, আব্দুল মালেক, শাখাওয়াত হোসেন রায়হান, আহসান হাবিব রুপু, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তোরাব পরশ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, মিনহাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক সহ শাখা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী।

এদিকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উপর র‍্যাগিং ঠেকাতে এবং পরীক্ষা চলাকালীন সময়ে তাদের সহায়তা করতে চবি শাখা ছাত্রলীগ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম।

তিনি একুশে পত্রিকাকে জানান, ‘ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ক্যাম্পাসে নতুন হওয়ার কারনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। তাদের সব রকম সহায়তা করতে আমরা আলাদা টিম গঠন করেছি। এছাড়াও চবি ক্যাম্পাস শহর থেকে একটু দূরে হওয়ায় শিক্ষার্থীদের হলে থাকার ব্যাবস্থা করেছি।’

চবি শাখা ছাত্রলীগের আরেক সহ সভাপতি আব্দুল হান্নান সাব্বির একুশে পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীরা আমাদের ছোট ভাই-বোনের মত। তাদের সব রকম সহায়তা দিতে আমরা কাজ করছি। কোন ভর্তিচ্ছু শিক্ষার্থী সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করার সাথে সাথেই আমরা সমস্যা সমাধানে তাদের পাশে আছি।’