চট্টগ্রাম: বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি এখন এমন অবস্থানে রয়েছে যে এতে যে কেউ জিততে পারে। সোমবার ম্যাচের শেষদিন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৩ রান। আর ইংল্যান্ডের প্রয়োজন দুই উইকেট।
দেখা গেছে, গত কয়েকদিন সকালের দিকে উভয় দলই উইকেট হারিয়েছে। নতুন বলের সুবিধা নিয়ে ব্যাটসম্যানদের উপর আধিপত্য বিস্তার করছেন বোলাররা। ভয় সেখানেই। তবে, বাংলাদেশ দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জয়েই চোখ রাখছেন।
রবিবার দিন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি বাইরে বসেছিলাম। সুতরাং, ড্রেসিংরুমে কি হয়েছে তা আমি জানি না। ‘আতঙ্ক’ নামে কোনও শব্দ আছে বলে আমি মনে করি না। প্রত্যেকেই জিততে চাই। আশা করছি, আগামীকাল তাইজুল ও শফিউল সাব্বিরকে যোগ্য সঙ্গ দিবে। তারা ব্যাট করতে পারে। এই উকেকেটে ব্যাট করা কঠিন। যদি বল লাফায় তাহলে আপনার কিছু করার নেই। যেমনটি মুশির ক্ষেত্রে ঘটেছিল। আমরা যেটি করতে পারি সেটি হচ্ছে বলের মেরিট অনুযায়ী খেলা। বল যদি ভিন্ন আচরণ করে তাহলে সেটি ভুলে যাও। পরের বল খেল। এটাই ম্যাসেজ।
ইংল্যান্ডের ২০ উইকেট তুলে নেয়া সম্পর্কে হাথুরুসিংহে বলেন, বোলাররা ২০টি উইকেট নিয়েছে। তারা নিজের সামর্থ্য প্রমাণ করেছে। আমরা একটি ভালো ম্যাচ খেলছি। এই রকম উইকেটে আমরা দারুণ একটি কম্বিনেশন পেয়েছি।
১৫ মাস পর টেস্ট ক্রিকেট খেলতে নামা সম্পর্কে তিনি বলেন, আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। এই কন্ডিশনে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলেছি। আমি কিছুটা হতাশ। প্রথম ইনিংসে আমরা এগিয়ে থাকতে পারতাম। প্রথম ইনিংসে আমরা যে রান পিছিয়ে ছিলাম তা এখন তাড়া করছি।
প্রথম ইনিংসে সাকিবের আউট হওয়া সম্পর্কে কোচ বলেন, আমি নিশ্চিত যে, ওই সময় ভালো ইনিংস খেলার জন্য সাকিব নিজেকে যথেষ্ট সুযোগ দেননি। নিশ্চয়ই আমাদের সবার মতো তিনি নিজেও খুব হতাশ হবেন।
সাব্বির রহমানের ব্যাটিং সম্পর্কে কোচ বলেন, দ্বিতীয় ইনিংসে সাব্বির যেভাবে ব্যাটিং করছে তাতে আমি খুশি। সে প্রচণ্ড রোদ মাথায় করে দিনভর ক্রিজে ছিল। কঠিন উইকেটে সে চাপ সামনে রেখেই খেলেছে। আমার দেখা এটিই সবচেয়ে কঠিন উইকেট। সাব্বির, ইমরুল এমনকি নয় রানের ইনিংসের জন্যও তামিমকে কৃতজ্ঞতা জানাই। ওটিকে আমি ৫০ রান হিসেবেই মূল্যায়ন করব। আপনি যদি দেখে থাকেন, এই উইকেটে নতুন বলে উইকেট পড়ছে। রিয়াদ, সাব্বির ও মুশফিক ভালো খেলেছে বলেই আমরা এখন এই অবস্থানে আছি।