শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবিতে বি ও এইচ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

| প্রকাশিতঃ ২৭ অক্টোবর ২০১৬ | ৭:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে ১ম বর্ষ সম্মান শ্রেণীতে পঞ্চম দিনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০ টা থেকে কলা ও মানববিদ্যা অনুষদের (বি২ থেকে বি৮ ইউনিট) এবং দুপুর আড়াইটা থেকে এইচ ইউনিট (ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী এবং প্রফেসর ড. শিরীণ আখতার ভর্তি পরীক্ষা হলসমূহ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চবি কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. সেকান্দর চৌধুরী, চবি সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, চবি শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ এফ এম আওরঙ্গজেব ও সাধারণ সম্পাদক সুকান্ত ভট্টাচার্য, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী।