শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

শিবির সন্দেহে শিক্ষার্থীকে মারধর করল ছাত্রলীগ

| প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৬ | ৬:৩২ অপরাহ্ন

cu bslচট্টগ্রাম: ছাত্রশিবির নেতা সন্দেহে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। শনিবার দুপুর ২টার দিকে ভর্তি পরীক্ষা শেষে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অবস্থিত পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার নুরুল করিম বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মারধরকারীরা সবাই চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজনের অনুসারী হিসেবে পরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্সের সামনে শিবির সন্দেহে নুরুল করিম নামের এক শিক্ষার্থীকে মারধর করেন শরীফুল ইসলাম ও তৌহিদুল নেতৃত্বে প্রায় ১৫-২০জন ছাত্রলীগ নেতাকর্মী। পরে তারা তাকে পুলিশে সোপার্দ করে।

হাটহাজারী থানার ওসি (তদন্ত) মুজিবুর রহমান জানান, একজন শিক্ষার্থীকে মারধর করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তাকে কেন মারধর করেছে- আমরা তা খতিয়ে দেখছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।