শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চবি ছাত্রলীগের সহ-সভাপতি তপুকে কুপিয়ে জখম

| প্রকাশিতঃ ২৯ অক্টোবর ২০১৬ | ১১:৫৭ অপরাহ্ন

cu bslচট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি তায়েফুল হক তপুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ঝুপড়িতে এ ঘটনা ঘটে। তপু নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

রাত সাড়ে ৯টার দিকে আবদুর রব হলের ঝুপড়িতে আড্ডা দিচ্ছিলেন চবি ছাত্রলীগের সহ-সভাপতি তায়েফুল তপু, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিজানসহ কয়েকজন। এ সময় মুখোশধারী ১০-১২ জন রামদা নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

এদিকে তপুর অনুসারীদের দাবি, হামলাকারীরা কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর অনুসারী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন জানান, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।