শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

মুক্তিযোদ্ধা কাজী আবদুস সাত্তারের দশম মৃত্যুবার্ষিকী

| প্রকাশিতঃ ২০ অক্টোবর ২০১৯ | ৬:৪৪ অপরাহ্ন

চট্টগ্রাম : বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক কাজী আবদুস সাত্তারের দশম মৃত্যুবার্ষিকী আগামীকাল (সোমবার)।
এ উপলক্ষে সোমবার দুপুরে প্রয়াতের ফটিকছড়ির হারুয়ালছড়ি গ্রামের বাড়িতে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করেছে কাজী আবদুস সাত্তার স্মৃতি সংসদ।

এসব অনুষ্ঠানে আত্মীয় স্বজনসহ সকলকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যুগ্ম-মহাসচিব এবং চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য মহসীন কাজী প্রয়াত কাজী আবদুস সাত্তারের পুত্র। তাঁর অন্যান্য সন্তানেরাও স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এটি