শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে পাঁচ শিবির নেতাকর্মী গ্রেফতার

| প্রকাশিতঃ ১২ মে ২০১৬ | ১২:৩০ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাযাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে চকবাজার থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ফরহাদ আনোয়ার, মোহাম্মদ ইউসুফ, শফিকুল হাসান, মাহমুদ জুয়েল ও নাজমুল হাসান মাহমুদ। সবার বয়স ২০ থেকে ২৩ বছরের মধ্যে।

চকবাজার থানার ওসি আজিজ আহমেদ জানান, গত বুধবার প্যারেড ময়দানে নিজামীর জানাযাকে কেন্দ্র করে ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় দেড়শ জন অজ্ঞাত শিবির নেতাকর্মীকে আসামী করা হয়েছে। এ মামলার আসামি শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।