
ঢাকা: দেশে দখল হওয়া ৪৯ হাজার ১৬২ নদী দখল মুক্ত করতে জাতীয় নদী রক্ষা কমিশন কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় জানানো হয়েছে।
সংসদ ভবনে আজ কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ কথা জানানো হয়।
সভায় জানানো হয়, এসব নদী দখলমুক্ত করতে দায়ের করা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষভাবে আইনজীবি নিয়োগ করা হয়েছে। দখল হওয়া নদীগুলো উদ্ধারে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী (অগ্রাধিকার ভিত্তিতে) পরিকল্পনা গ্রহণ করে এর বাস্তবায়ন অগ্রগতি কমিটিকে অবহিত করতে বলা হয়।
কমিটির সদস্য শাজাহান খান, রণজিৎ কুমার রায়, এম আব্দুল লতিফ, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এবং মোঃ আছলাম হোসেন সওদাগর সভায় অংশগ্রহণ করেন।
সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, কমিশন থেকে এ পর্যন্ত গৃহীত কার্যক্রম ও বাস্তবায়ন অগ্রগতি কমিটিকে অবহিত করেন।
জাতীয় নদী রক্ষা কমিশন কি লক্ষ্য ও উদ্দেশ্য, কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে কিনা? এ সংক্রান্ত বিদ্যমান আইনে কোন পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন আছে কিনা, তার একটি খসড়া এবং দখল হওয়া নদীগুলোর ম্যাপসহ কমিটিতে উপস্থাপন করার জন্য সুপারিশ করা হয়।
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, কমিশনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।