বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে গণিতের ফল পুনর্নিরীক্ষণের দাবিতে মানববন্ধন

| প্রকাশিতঃ ১৩ মে ২০১৬ | ১:০৯ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: সদ্য ফলাফল প্রকাশ হওয়া এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের ফল পুনর্নিরীক্ষণের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নগরীর বিভিন্ন স্কুলের কয়েক’শ শিক্ষার্থী অংশ নেন। তাদের সঙ্গে যোগ দেয় অভিভাবকরাও।

মানববন্ধনের শিক্ষার্থীরা ‘আমাদের গণিতে এমসিকিউর সঠিক নিরীক্ষণ চাই’, ‘নৈর্ব্যক্তিক গ ও ঘ সেটের পুনর্মূল্যায়ন চাই’, ‘তোমাদের ভুলের খেসারত আমরা কেন দেব?’, ‘স্বপ্নভঙ্গের দায় কার?’ শীর্ষক প্ল্যাকার্ড বহন করে।

শিক্ষার্থীরা জানান, এসএসসির গনিতের প্রশ্নের ‘গ’ ও ‘ঘ’ নম্বর সেটের নিরীক্ষণ সঠিক হয়নি। এতে তারা গণিতে জিপিএ-৫ থেকে বঞ্চিত হয়েছে। যা ভালো কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি তদন্ত করে দেখতে বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে স্বারকলিপি জমা দেওয়ার কথাও জানিয়েছে তারা।

মানববন্ধন শেষে ফল পুনর্নিরীক্ষণের দাবিতে র‌্যালি বের করে শিক্ষার্থীরা। র‌্যালিটি নগরীর আন্দরকিল্লা মোড় ঘুরে পুনরায় চট্টগ্রামের প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।