শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

৩০০ পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে আইএস!

| প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০১৬ | ১:০০ অপরাহ্ন

is jongiইরাকে ৩০০ এর বেশি সাবেক পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে আইএস। তিন সপ্তাহ আগে এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করছে হিউম্যান রাইটস ওয়্যাচ।

হত্যার পর সেসব হতভাগ্য ইরাকি পুলিশ কর্মকর্তাকে মসুলের দক্ষিণে অবস্থিত হাম্মাম আল-আলিল শহরে গণকবর দেয়া হয়। শুক্রবার সৌদি সংবাদমাধ্যমে আরব নিউজ এ খবর প্রকাশ করেছে।

স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যমটিতে আরও বলা হয়, ওই পুলিশ কর্মকর্তাদের গুলি কিংবা শিরশ্ছেদের মাধ্যমে হত্যা করা হয়। আইএস প্রথমে গ্রামবাসীদের থেকে ওই পুলিশ কর্মকর্তাদের শনাক্ত করে এবং নিজেদের সঙ্গে জোর করে ধরে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পরপর তিন রাত তারা গুলির আওয়াজ শুনেছেন, আত্মচিৎকার শুনেছেন সেই হতভাগ্য পুলিশ কর্মকর্তাদের। ট্রাকে করে শতশত লোককে নিয়ে আসা হতো এবং মিনিটের মধ্যেই শুরু হতো গুলিবর্ষণ।