রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রান্নাঘরে মিললো জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ

| প্রকাশিতঃ ২৪ ডিসেম্বর ২০১৯ | ১১:১৪ অপরাহ্ন

 

বিনোদন : রান্নাঘরে মৃত অবস্থায় উদ্ধার হলেন জনপ্রিয় অভিনেত্রী ও টেলিভিশন তারকা শেফ জাগী জন।  ভারতের কেরালার তিরুঅনন্তপুরমের কুরাভানকোনামে তার নিজের বাড়িতেই তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।

ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায়। জাগী জন কেরলে জনপ্রিয় টেলিভিশন তারকা। এ ছাড়াও তার রান্নার শোর ‘জাগীস কুকবুক’ও ভীষণ জনপ্রিয়। মডেলিংও করতেন তিনি।

পুলিশ জানিয়েছে, তার বয়স হয়েছিল ৪৮ বছর। সোমবার সন্ধ্যায় ফোনে না পেয়ে তার বাড়িতে যান এক বন্ধু। তিনিই প্রথম জাগীকে রান্নাঘরে মৃত অবস্থায় দেখেন। পুলিশকে বিষয়টি জানানোর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে।

কীভাবে তার মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, তার দেহে বাইরে থেকে আঘাতের কোনও চিহ্ন ছিল না।