শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বিমানের দরজায় ক্রুটিতে যাত্রা বাতিল

| প্রকাশিতঃ ১৪ মে ২০১৬ | ৯:৫৪ পূর্বাহ্ন

biman-bangladeshচট্টগ্রাম: চট্টগ্রাম থেকে মাসকাটগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দরজায় ক্রুটির কারণে ফ্লাইটটির যাত্রা বাতিল হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটির শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার কথা ছিল।

বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, উড্ডয়নের ঠিক আগ মুহুর্তে বোর্ডিং ব্রিজ থেকে সরে আসার সময় বিমানটির দরজা আটকে যায়। চেষ্টা করেও ফ্লাইটটির দরজা আটকানো যায়নি। পরে যাত্রীদের নামিয়ে দিয়ে ফ্লাইটটি বাতিল ঘোষণা করা হয়। এরপর ওই ফ্লাইটের যাত্রীদের দুপুরে বিমানের অন্য একটি ফ্লাইটে তুলে দেওয়া হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবীর বলেন, বাংলাদেশ বিমানের ওই ফ্লাইটটিতে যান্ত্রিক ত্রুটি ছিল। এ কারণে ফ্লাইটটি বাতিল করা হয়।