বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

মুক্ত হলো অসহায় অজগরটি

প্রকাশিতঃ ২ জানুয়ারী ২০২০ | ৯:৪৩ অপরাহ্ন

রাঙ্গামাটি প্রতিনিধি : রাঙ্গামাটিতে মুক্ত হলো বিরল প্রজাতির অজগর সাপ। পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ বৃহস্পতিবার বিরল প্রাজাতির এক অগজর সাপটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।

রাঙ্গামাটি সদর হাসপাতাল এলাকায় লোকালয়ে বুধবার বিরল প্রাজাতির সাপটিকে অসহায় অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি বনবিভাগকে জানালে তাৎক্ষণিকভাবে তারা এসে সাপটি উদ্বার করে।

উদ্ধারের পর কাপ্তাই রেঞ্জের বিভাগীয় বন কর্মকর্তা সাপটি জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়ার জন্য হস্তান্তর করেন। পরে কাপ্তাই ন্যাশনাল পার্কে রামপাহাড় বিটের বাগানে অজগরটিকে অবমুক্ত করে। যার দৈঘ্য ১৬ফুট এবং ওজন ত্রিশ কেজির বেশি।

বন কর্মকর্তারা বলেন, এর আগে গত বছর আরো ৯টি সাপ অবমুক্ত করা হয়। কিন্ত বড় আকারের সাপ এটিই প্রথম বলে উল্লেখ করেন কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এসএম মাহবুব উল আলম।

অজগরটি অবমুক্ত করার সময় সহকারী বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান, সদর বিট কর্মকর্তা মোঃ তানজিুলুর রহমান, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো. কবির হোসেন, রামপাহাড় বিট কর্মকর্তা আবুল হাশেম, বনরক্ষী ফরিদ উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।