
ভারত : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন প্রখ্যাত ভারতীয় অভিনেত্রী শাবানা আজমি। তাকে পানভেলে এমজিএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত হলেও তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, প্রাথমিকভাবে পুলিশের অনুমান, খালালপুর টোল প্লাজার কাছে হঠাৎ করেই শাবানর গাড়িটি একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে।
পুলিশ জানায়, শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে মুম্বাই-পুনে জাতীয় সড়কে খালালপুর টোল প্লাজার কাছে দুর্ঘটনার শিকার হয় শাবানার গাড়িটি।
ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, শাবানার স্বামী অর্থাৎ জাভেদ আখতারও তার সঙ্গে ওই গাড়িতে করছিলেন। জাভেদ এবং শাবানা কোথায় যাচ্ছিলেন পুলিশ তা জানাতে পারেনি।
জানা যায়, গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) ছিল জাভেদ আখতারের ৭৫ তম জন্মদিন। বন্ধুবান্ধব এবং ইন্ডাস্ট্রির কাছের বেশ কিছু মানুষজনকে সঙ্গে নিয়েই স্বামীর জন্মদিন সেলিব্রেট করছিলেন শাবানা। আর তারপরই এদিন এই ভয়াবহ দুর্ঘটনা।
একুশে/এএ