চবি: সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতার প্রেক্ষিতে ১২ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। রোববার দুপুরে চবি ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মৃত্যুর মূল কারণ উদঘাটন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের গ্রেফতার করার দাবি জানানো হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ে জামাত-শিবিরের পৃষ্ঠপোষকদের স্ব স্ব পদ থেকে অপসারণ, শাটলের বগি বৃদ্ধি, সেশনজট ও আবাসিক সংকট নিরসন, ক্যাম্পাসে বিশুদ্ধ পানি ও নিরবিচ্ছিন্ন বিদ্যুত সংযোগ নিশ্চিতকরন, ভুয়া অনলাইন নিউজপোর্টাল বন্ধকরন, মাদকমুক্ত ক্যাম্পাস বিনির্মাণসহ মোট ১২ দফা দাবি পেশ করা হয়।
স্মারকলিপিতে আরও বলা হয়, ছাত্রীহলে মওদুদীবাদীদের গোপন নথি উদ্ধার করা ও দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্থির ব্যবস্থা নেওয়া, বঙ্গবন্ধু হল নির্মাণ ও শেখ হাসিনা হল দ্রুত খুলে দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।